কবি আলমগীর হোসাইনের “বিষাদ ছুঁয়েছে মন” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন।

আজ ২১ ফেব্রুয়ারী – ২৪ বিকেল ৫ টায় অমর একুশে বই মেলা – ২৪ মোড়ক উম্মোচন মঞ্চে কবি অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়ার সভাপতিত্বে কবি,শিশু সাহিত্যিক কুতুবউদ্দিন বখতেয়ারের সঞ্চালনায় আলমগীর হোসাইনের “বিষাদ ছুঁয়েছে মন” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন কবি ফারুক জাহাঙ্গীর।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি, প্রাবন্ধিক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি সাংবাদিক মাহবুবুল আলম রিপন, কবি ও শিক্ষক মুজিবুর রহমান, কবি ও শিক্ষক আবু সুফিয়ান ছানুবী, কবি দীপিকা বড়ুয়া, প্রকাশক কাজী সাইফুল হক ও “বিষাদ ছুঁয়েছে মন “কাব্যগ্রন্থের রচয়িতা কবি আলমগীর হোসাইন।

প্রধান অতিথি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, সমকালীন সাহিত্য মানে সময়ের প্রতিনিধিত্বমূলক রচনা, বর্তমান সময়ের ধ্বনি ও ভাষা, বর্তমানের সুর, তাল, লয় ও অনুভূতি, বাস্তব চিন্তা, বোধের প্রতিফলন যা কবির “বিষাদ ছুঁয়েছে মন” কাব্যগ্রন্থেরর প্রতিটি কবিতায় ফুটে উঠেছে।

তিনি বলেন, যে সব কবিতার শরীর পাঠকের মনোযোগ ধরে রাখে, পাঠককে ভাববার ও কল্পনার সুযোগ করে দেয়, পাঠককে চিত্রকল্প, গল্প, চরিত্র, সময়, জীবনবোধ ও দর্শনে মাতিয়ে রাখে ও পাঠক কবিতার শরীর দেখলে কাব্যলঙ্কার, চিত্রকল্প, রূপক, অনুপ্রাস, উৎপ্রেক্ষা, ও ছন্দ ইত্যাদির নানা সমাহার যখনই দেখে তখনই যদি পাঠক আনন্দের সাগরে ভাসে,আনন্দে বিমোহিত হয় জীবনের প্রকৃত স্বাদ খুঁজে পায় তখনই কবি ও কবিতা স্বার্থক হয় কবিদের আরো জীবন ঘনিষ্ট কবিতা লিখা উচিত বলে তিনি মনে করেন।

তিনি আশা করেন, কবির প্রকাশিত কাব্যগ্রন্থের কবিতা গুলো পাঠককে আন্দোলিত করবে ও কবির কবিতায় সমাজের নানা নিপীড়ন, শোষণ, সমাজের বাস্তব চিত্র আর সমাজ উন্নয়নে যে সচেতনতার বার্তা রয়েছে তাহা সমাজ পরিবর্তনে ভুমিকা রাখবে। তিনি কবির সুস্বাস্থ্য কামনা করেন ও কাব্যগ্রন্থটি পাঠক প্রিয়তা পাবে বলে তিনি মনে করেন। পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানান ও সকলের উপস্থিতি, সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave A Reply

Your email address will not be published.