২১ ফেব্রুয়ারী – ২৪ সন্ধ্যে ৬ টায় অমর একুশে বই মেলা – ২৪ মোড়ক উম্মোচন মঞ্চে কবি অরূপ বড়ুয়ার সভাপতিত্বে কবি ও গনমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় ও অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়ার “চেতনার সংকট” প্রবন্ধ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়।এতে স্বাগত বক্তব্য রাখেন কবি কুতুবউদ্দিন বখতেয়ার।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক কমরুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক মাহবুবুল আলম রিপন, কবি ফারুক জাহাঙ্গীর, কবি ও শিক্ষক মুজিবুর রহমান, কবি জোসেফ জাহাঙ্গীর,কবি জসিম উদ্দিন মনসুরী, কবি নুরুল মোহাম্মদ কাদের, কবি স্মরণিকা চৌধুরী, কবি সুমন রহমান, কবি মোশারফ হোসেন, এন এম কাদের, কবি শরনংকর বড়ুয়া, কবি আলমগীর হোসেন, ক্যাপ্টেন আবদুল মোতালেব, কবি ও শিক্ষক আবু সুফিয়ান ছানুবী, কবি দীপিকা বড়ুয়া, প্রকাশক কাজী সাইফুল হক, সাংবাদিক এনামুল হক রাশেদী ও “চেতনার সংকট” প্রবন্ধ গ্রন্থের রচয়িতা অধ্যাপক জিতেন্দ্রলাল বড়ুয়া সহ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একজন প্রাবন্ধিক স্বপ্ন দেখেন, স্বপ্ন বুনেন,স্বপ্নের সৈকতে নিরন্তর হাঁটেন।আলোকিত আগামী বিনির্মানে বোধ, উপলব্ধিকে নিপুন ও নিখুঁতভাবে এক ইন্দ্রজালে বুনেন।তিনি বলেন, বইয়ের ভাষার ব্যবহার ও শব্দের গাঁথুনি এক কথায় অনুপম ও অনবদ্য।
বক্তব্যের প্রাসঙ্গিকতা, ভাবের গভীরতা, প্রকাশের ভিন্নতা এই প্রবন্ধ গ্রন্থটিকে স্বতন্ত্র ও প্রানবন্ত করেছে।প্রবন্ধটি পাঠকের মনে, মননে নতুন চিন্তার উম্মেষ,বিকাশ,বিস্তৃতি ঘটাবে।
তিনি কবি ও প্রাবন্ধিকের সুস্বাস্থ্য কামনা করেন, প্রবন্ধ গ্রন্থটি পাঠক প্রিয়তা পাবে বলে তিনি মনে করেন।শেষে সভাপতি সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানান, সকলের উপস্থিতি, সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন