“মামুনুর রশীদ জীবনের সবকিছু ত্যাগ করে দেশ ও দশের কল্যাণে কাজ করেছেন। তা ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যা করেছেন তা সবাই জানেন। বিশেষ করে তিনি ৮ নং শুলকবহর ওয়ার্ডের কাউন্সিল থাকাকালিন প্রতিটি মহল্লার উন্নয়ন কাজ ও নানাবিধ কাজ করেছেন তাঁর ভাই বর্তমান ওয়ার্ড কাউন্সিল মোরশেদ আলমের মতো। তাই তার রোগমুক্তির জন্য সকলে পরম করুণাময় আল্লাহপাকের দরবারে দোয়ার আর্জি আপনাদের সকলের যেন থাকে।”
গত ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদে আসর নগরীর মুরাদপুর মহল্লার শহীদ জানে আলম সড়কস্থ মুরাদপুর জামে মসজিদে মুরাদপুর ইউনিট আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল বক্তারা উপরোক্ত মতামত ব্যক্ত করেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা, সাবেক শুলকবহর ওয়ার্ড কমিশনার, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, ওমরগনি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও আশির দশকের রাজপথ কাঁপানো সাবেক কিংবদন্তী ছাত্রনেতা আলহাজ্ব মামুনুর রশীদ মামুনের আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
মুরাদপুর ইউনিট আওয়ামীগের সভাপতি কফিন উদ্দিন খোকনের সার্বিক তত্বাবধানে উক্ত দোয়া মাহফিলে অংশ নেন ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, শাহজাহান সূফি, মহানগর যুবলীগ নেতা নুরুল আনোয়ার, জসিম উদ্দিন খন্দকার, নাজমুল আহসান, ফরিদউদ্দিন ফরহাদ, জাহাঙ্গীর আলম, প্রিয়লাল গোস্বামী, কবি-সাংবাদিক তসলিম খাঁ, আবু সূফিয়ান, জাকির আহমদ, জসিমউদদীন, আনোয়ার মজুমদার, নুরুল আজিম, মুরশেদ আলম বাসেদ, সাহেব মুরাদ, নুরুল আমিন মনি, মোহাম্মদ আদনান ও মোহাম্মদ তারেক প্রমূখ।