২২ ফেব্রুয়ারি থেকে শিল্পকলায় শুরু হচ্ছে ‘বোধে ও চর্চায় হোক নাটকের জয়’ শীর্ষক ১৩ দিনব্যাপী ‘গ্রুপ থিয়েটার উৎসব ২০২৪’

চট্টগ্রামের গ্রুপ থিয়েটার চর্চার বৃহত্তম নাট্যমোর্চা “চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের উদ্যোগে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে বোধে ও চর্চায় হোক নাটকের জয় শীর্ষক ‘গ্রুপ থিয়েটার উৎসব ২০২৪’। উৎসবের উদ্বোধনি দিন বিকাল ৪টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে নগরীর এম এ আজীজ স্টেডিয়ামের সম্মূখ থেকে। সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমিস্থ অনিরুদ্ধ মুক্তমঞ্চে উৎসব উদ্বোধন করবেন প্রধান অতিথি প্রিমিয়ার বিশ্বিবদ্যালয়ের মাননীয় উপাচার্য, বিশিষ্ট সমাজ-বিজ্ঞানী ড. অনুপম সেন।

ইস্পাহানি গ্রুপের সহযোগিতায় আয়োজিত নাট্য উৎসবে ২২ ফেব্রুয়ারি প্রতিনিধি নাট্য সম্প্রদায় পরিবেশন করবে নাটক ‘অপেক্ষা’, ২৩ ফেব্রুয়ারি অ্যাঁভাগার্ড পরিবেশন করবে নাটক ‘চে’, ২৪ ফেব্রুয়ারি কালপুরুষ নাট্য সম্প্রদায় পরিবেশন করবে নাটক ‘ইতি প্রীতিলতা’, ২৬ ফেব্রুয়ারি কথক থিয়েটার পরিবেশন করবে নাটক ‘অস্পৃশ্য’, ২৭ ফেব্রুয়ারি মঞ্চমুকুট নাট্য গোষ্ঠী পরিবেশন করবে নাটক ‘হতজ্ঞান’, ২৮ ফেব্রুয়ারি উত্তরাধিকার পরিবেশন করবে নাটক ‘মৃত্যুপাখি’, ২৯ ফেব্রুয়ারি গণায়ণ নাট্য সম্প্রদায় পরিবেশন করবে নাটক ‘জুলিয়াস সিজার’, ০১ মার্চ অঙ্গন থিয়েটার ইউনিট পরিবেশন করবে নাটক ‘বদলি’, ০২ মার্চ অরিন্দম নাট্য সম্প্রদায় পরিবেশন করবে নাটক ‘কবি’, ০৩ মার্চ নাট্যাধার পরিবেশন করবে নাটক ‘হিড়িম্বা’, ০৪ মার্চ প্রসেনিয়াম পরিবেশন করবে নাটক ‘নোরা কই যায়’, ০৫ মার্চ থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম পরিবেশন করবে নাটক ‘অন্তর্দাহ’, ০৬ মার্চ তির্যক নাট্য গোষ্ঠী পরিবেশন করবে নাটক ‘অতঃপর’ ।
এছাড়াও প্রতিদিন সন্ধ্যা ৬টায় মুক্তমঞ্চে পরিবেশিত হবে দলীয় নৃত্য, বৃন্দ আবৃত্তি, মুক্ত নাটক, দলীয় সঙ্গীত, পাপেট শো এবং ১মার্চ অনুষ্ঠিত হবে ‘শান্তনু বিশ্বাস স্মৃতি নাট্য পদক’ প্রদান অনুষ্ঠান। উৎসবে সবাইকে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.