“চট্টগ্রাম মহিলা ইসলামী পাঠাগারের প্রতিষ্ঠাতা সভানেত্রী বেগম ফজিলতুল কদর এবং আরো যে সকল সম্মানিত নারী এই পাঠাগার প্রতিষ্ঠায় কাজ করেছেন তাঁদের সকলকে শ্রদ্ধায়, দোয়ায় ও ভালোবাসায় স্মরণ করে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম মহিলা ইসলামী পাঠাগার হাঁটি হাঁটি পা পা করে এখন ৪০ বছর পদার্পণ করেছে। তাঁদের আত্মা শান্তি পাবে, যদি পাঠাগারের কার্যক্রমে নিয়মিত সকলে অংশগ্রহণ করেন।”

গত ১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টা মুরাদপুরস্থ সুগন্ধ্যা আবাসিক এলাকার চট্টগ্রাম মহিলা ইসলামী পাঠাগারের স্থায়ী কার্যালয়ে সংগঠনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানের পর্ব শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত এবং ফাতেহা শরীফ পাঠের মধ্য দিয়ে। এরপর শুরু হয় আলোচনা সভা সংগঠনের সভানেত্রী বেগম করিমুন্নছা খানের সভাপতিত্বে। এতে বক্তব্য দেন বেগম জাহানারা ইসলাম, বেগম জহুরা খাতুন, সেলিনা হাই শেলু, প্রতিষ্ঠাতা সভানেত্রী বেগম ফজিলতুল কদরের নাতনী কবি-শিক্ষক শামীম ফাতেমা মুন্নী, বেগম জাহান শেঠ, তাহমিনা খানম, বেগম হাছিনা মজুমদার, বেগম মঈনুল নিজাম, মোতাহারা বেগম, দিলরুবা আহমেদ, হাছিনা বেগম, হাছিনা শফি, জাহানারা আকতার, সালেহা ইসলাম, রাহেলা তৈয়ব, সেলিনা পারভিন, সালমা সাদেক, রেহেনা বেগম, শাহনাজ পারভীন জলি, শামীম আরা আহাদ, সাইমা সিদ্দিকী, আনু বেগম, রোকেয়া বেগম, রোজিনা বেগম মোতাসিম, নিগার সুলতানা, রোকেয়া আহমেদ, রোকেয়া জামান, আয়শা বেগম ও খায়রুন্নেছা বেগমসহ আরো অনেকে।

সভায় পাঠাগারের বাৎসরিক প্রতিবেদন পাঠ শেষে নাত, হামদ, মিলাদ এবং দেশ ও জাতির বৃহত্তর কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন