কলম একাডেমি লন্ডন কর্তৃক অমর একুশে বইমেলা – ২০২৪ সিআরবি (শিরিষ তলা) একুশ মঞ্চে “অক্ষরে অমরতা” গ্রন্থের মোড়ক উন্মোচন

কলম একাডেমি লন্ডন কর্তৃক অমর একুশে বইমেলা ২৪ সিআরবি (শিরীষ তলা) একুশ মঞ্চে” কবিদের কবিতা পাঠ, গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও “অক্ষরে অমরতা” গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ১৫ ই ফেব্রুয়ারি বিকেল ৪ টায় কলম একাডেমি লন্ডন কর্তৃক অমর একুশে বইমেলা – ২০২৪ সিআরবি (শিরিষ তলা) একুশ মঞ্চে “অক্ষরে অমরতা” গ্রন্থের মোড়ক উন্মোচন, কবিদের কবিতা পাঠ, গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা সম্পন্ন হয়।

কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কবি করুণা আচার্যের সভাপতিত্বে বাংলাদেশ টেলিভিশনের স্বনামধন্য সংবাদ পাঠিকা কোহিনুর শাকি ও আবৃত্তি শিল্পী প্রতিমা বড়ুয়ার সঞ্চালনায় এতে উদ্বোধনী বক্তব্য রাখেন ভিডিও কনফারেন্সে (ভার্সুয়াল) কলম একাডেমি লন্ডন এর প্রতিষ্ঠাতা পরিচালক কবি, শিক্ষাবিদ,গবেষক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.শিরীণ আখতার।
প্রধান আলোচক ছিলেন কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লেখক ও গণমাধ্যমকর্মী মোহাম্মাদ কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ২০২৪ একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ড.জিনবোধি ভিক্ষু।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড.মোঃ ফরিদ উদ্দিন ফারুক ও আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোঃ রোমান,কবি ও গবেষক এবিএম ফয়েজ উল্লাহ,দৈনিক আজাদীর সহ সম্পাদক প্রদীপ দেওয়ানজী, কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক কুতুবউদ্দিন বখতেয়ার, উপদেষ্টা অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, ফজলুল কাদের, আরিফুর রহমান আরিফ,এড.সুসেনকান্তি দাশ,কেন্দ্রীয় সমাজ কল্যান সম্পাদক মোহাম্মদ কায়েদে আজম,সহ সাহিত্য সম্পাদক সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, কবি আরিফ চৌধুরী,অধ্যক্ষ সেলিমমুজ্জামান,সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি ফরহাদ হোসেন পলাশ সহ প্রমুখ।
এতে বাংলাদেশের বিভিন্ন জেলা হতে আগত কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন।অক্ষরে অমরতা বইটি যাদের নামে উৎসর্গ করা হয়েছে তাদের আপন দের হাতে প্রধান অতিথি বইটি তুলে দেন উক্ত অনুষ্ঠানে সংবর্ধিতরা প্রধান অতিথির নিকট হতে সম্মাননা গ্রহন করেন।
প্রধান অতিথি অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন সমাজে গুণীকে সম্মান দিলে এবং এই ধারা চলমান থাকলে এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে। সমাজে অবক্ষয় রোধ হবে এবং মানুষ সৃজনশীল কর্ম কান্ডের প্রতি আকৃষ্ট হয়ে সমাজকে জাগ্রত করবে এই সমাজে শান্তি ফিরে আসবে,সমাজ এগিয়ে যাবে। তিনি বলেন, আমি নিজে এই সংগঠনের উপদেষ্টা। সংগঠনের যাবতীয় কর্মকান্ড সবসময় আমাকে মোহিত করে।তিনি আরো বলেন,কবিরা জীবন এবং প্রকৃতিকে প্রতিনিয়ত হৃদয়ে লালন করেন তারা জীবন,প্রকৃতি,ও এ সমাজকে গভীর ভাবে দেখেন। নানা প্রতিকুলতার মধ্যেও কবিরা কাব্যসাধনা করেন ও একমাত্র কবির হৃদয় সব সময় সৃষ্টিশীলতার সম্পদে ভরপুর থাকে।তিনি এই সংগঠনের সকল কবি, লেখক ও সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবীর ভুয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান আলোচক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, একজন কবির জাগতিক কোন সম্পদ থাকে না ন্যায়ের প্রশ্নে কবিরা কোন কালে কোন আপোস করেন না।কবি সব সময় মুক্ত চিন্তা করেন। কবিরা অধরা অনুভূতি কে কবিতার শৈল্পিক অভিজ্ঞানে তুলে আনেন মননের নিভৃত নির্জনতায়।কলম একাডেমি লন্ডনের ১৯ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরেন। এই দাবি বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
সভাপতি কবি করুণা আচার্য এই সুন্দর আয়োজনের জন্যে এবং সকল দর্শক শ্রোতা সহ সকল কে সার্বিক ভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান,কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave A Reply

Your email address will not be published.