গীতিকার মোঃ আব্দুল হাকিমের “আমার শত গান” গ্রন্থের মোড়ক উন্মোচন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত।

গত ৯ জুলাই ২০২৩ ইং রবিবার বিকাল ৫ টায় চট্টগ্রামস্থ শিল্পকলা একাডেমি আর্ট গ্যালারী মিলনায়তনে হাকিম মিউজিক ওয়ার্ল্ডের উদ্যোগে গীতিকার ও কন্ঠশিল্পী মোঃ আব্দুল হাকিমের “আমার শত গান” গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়।
কবি,লেখক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে ও আঁখি দৃষ্টির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষাবিদ অধ্যাপক ড.অনুপম সেন।কোরান তেলওয়াত করেন সাংবাদিক জয়নাল ফয়েজি প্রধান আলোচক ছিলেন কবি,গবেষক মাহমুদুল হাসান নিজামী।আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,লেখক ও সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিন,লেখক ও গবেষক মুহাম্মদ নিযামুদ্দীন।
এতে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক জিতেন্দ্রলাল বড়ুয়া,কবি করুণা আচার্য,কবি পারভীন আক্তার,কবি মুজিবুর রহমান,কবি আলমগীর হোসাইন,সাংবাদিক কামরুল হুদা,সাংবাদিক নজরুল ইসলাম,সাংবাদিক কামাল পারভেজ,কবি ফারুক জাহাঙ্গীর গ্রীনলিফ সম্পাদক তাসলিম হাসান হৃদয়,কবি জাহাঙ্গীর হাসান ও বেলাল হোসেন সিরাজী, দিপীকা রানী বড়ুয়া সহ প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,শারীরিক সুস্থতা কোন সুস্থতা নয়।সেক্ষেত্রে চিন্তামুক্ত হয়ে আমরা যদি সংগীত বা গান শুনি তখন সে গান আমাদের মন,শরীর কে সতেজ রাখে। আমরা যখন কোন ভালো গান শুনি তখন সে গান আমাদের সমাজ,সভ্যতা ও জীবন মান কে উন্নত করে,সমাজের অবক্ষয় রোধে ভুমিকা রাখে।
প্রধান আলোচক মাহমুদুল হাসান নিজামী বলেন একজন গীতিকার মুলত একজন কবি।তিনি সঙ্গীত রচনার মধ্যে দিয়ে আমাদের জীবন প্রবাহের বিচিত্র ও জটিল অভিজ্ঞতা সমূহকে ধারন করেন।সঙ্গীতের মাধ্যমে মানুষের প্রকৃত জীবনবোধকে জাগ্রত করে সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। গীতিকার মোঃ আব্দুল হাকিম বলেন,একজন গীতিকার তাঁর গানের মাধ্যমে সব সময় সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন।মানুষের সুখ,দুঃখ ও মুক্তির কথা বলেন। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন মানুষের অন্তর্নিহিত সৌন্দর্যবোধ ও সৌন্দর্য চেতনাকে উজ্জীবিত, উচ্ছ্বসিত ও উদ্ভাসিত করে তুলে জীবনকে প্রকৃত অর্থে প্রশান্তিময় করে তুলতে মান সম্মত ভালো সঙ্গীতের কোন বিকল্প নেই।
মানুষের নৈতিক চেতনাকে জাগ্রতকরণে,তার লালন ও উৎকর্ষ সাধনে যে কোন ভালো সংগীত বিশেষ ভুমিকা রাখে।ভালো সঙ্গীত মানুষের কুপ্রবৃত্তির ওপর সুস্থ বিবেক বুদ্ধির বিজয় অর্জন করে তাতে পরিশীলিত রুচিবোধ সৃষ্টি করে।সভ্যতা ও সংস্কৃতির মানকে উন্নত করে মানব চিত্তের চেতন,অবচেতন,অচেতন অবস্থার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করে সমাজের বাস্তব চিত্র কে তুলে ধরে।তিনি সবাইকে অনুষ্ঠানে উপস্থিতি হয়ে ও সার্বিক ভাবে সহযোগিতার করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।পরিশেষ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কন্ঠশিল্পী মোঃ আবদুল হাকিম,চ্যানেল আই সেরা কন্ঠ জুয়েল দ্বীপ,লুপনা মুৎসুদ্দি,শিউলী আকতার,হানিফ চৌধুরী সঙ্গীত পরিবেশন করেন।

Leave A Reply

Your email address will not be published.