২০২২-২০২৩ অর্থবছরে পঞ্চাশ হাজার একচল্লিশ জন রোগীকে সহায়তা প্রদান করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগীকল্যাণ সমিতি। ৮ জুলাই সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে আয়োজিত রোগীকল্যাণ সমিতির কার্যকরী পরিষদের সভায় এই তথ্য উপস্থাপন করা হয়। রোগীকল্যাণ সমিতির সভাপতি ও চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুরুতেই রোগীকল্যাণ সমিতির আজীবন সদস্য বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব তাহের সোবাহান এর মৃত্যুতে শোক প্রস্তাব পাশ করা হয়। সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের রোগীকল্যাণ সমিতির প্রাক্কলিত বাজেট উপস্থাপন করা হয়। সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার অভিজিৎ সাহার সঞ্চালনায় সভায় অন্যান্য বিষয়ের মধ্যে হাসপাতালের ক্যান্সার (রেডিওথেরাপি) বিভাগের জন্য একজন রেডিওথেরাপি টেকনিশিয়ান এর নিয়োগ ও বেতন অনুমোদন, ১২ জন ডায়ালাইসিস রোগীর ৬ মাসের জন্য ডায়ালাইসিস ফি অনুমোদনসহ বিভিন্ন বিষয় অনুমোদিত হয়। সভায় উপস্থিত রোগীকল্যাণ সমিতির সদস্যবৃন্দ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন সেবার ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনয়নে সভাপতি ও পরিচালক মহোদয়কে অভিনন্দন জানান। দীর্ঘ মেয়াদী ও আউটডোর রোগীদের সহায়তা প্রদানের ক্ষেত্রে প্রক্রিয়াগত জটিলতা পরিহার করে সহজীকরন করার প্রস্তাব পাশ হয়। রোগীকল্যাণ সমিতি কর্তৃক ইতোমধ্যে কিডনি রোগ বিভাগে স্থাপিত এইচডিইউ এবং নবজাতক ওয়ার্ডে এলইডি ফটোথেরাপি মেশিন এবং অন্যান্য যন্ত্রপাতি প্রদানের বিষয়টি উল্লেখ করে সভাপতি বলেন রোগীকল্যাণ সমিতি কেবলমাত্র রোগীদের ঔষধপত্র দেয়া মধ্যে তাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখেনি। রোগীদের সার্বিক সহায়তায় রোগীকল্যাণ সমিতি কাজ করে যাচ্ছে। সমগ্র বাংলাদেশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগীকল্যাণ সমিতির যে সুনাম রয়েছে সেটি যাতে অক্ষুন্ন থাকে সে বিষয়ে সচেষ্ট থাকার জন্য অনুরোধ করেন সভায় উপস্থিত জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ফরিদুল আলম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক ফরিদুল আলম, সমাজসেবা অফিসার তানজিনা আফরিন, মোহাম্মদ জাহাঙ্গীর মোস্তফা, হাফেজ মোহাম্মদ আমানউল্ল্যা, ডাঃ এম এ মান্নান, বোরহানা কবির, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, মাহামুদুল হাসান, মুজিবুল হক সিদ্দিকি, মিনু আলম, রোকেয়া জামান, ডাঃ এম এ জাফর, ডাঃ হাফছা সালেহ, মোঃ নজরুল ইসলাম, মোঃ আফছার উদ্দিন চৌধুরী প্রমুখ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন