নবীনদের জাতির কল্যাণে কাজ করতে হবে: আবদুস সালাম

সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ১৮তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল ২৪ জুলাই সোমবার তাদের নিজেদের কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও এশিয়ান গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, নবীনদেরকে জাতির কল্যাণে কাজ করতে হবে। কারণ তাদের মেধা এতো বেশি যে তাদের একটি ডিগ্রি তেমন কিছুই না। জাতির প্রত্যাশা পূরণে ছাত্ররা অনেক মানবিক হবেন এবং সকলকেই এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন। তরুণদের মধ্যে দেশাত্মবোধ এবং তাদের নেতৃত্বে বলিষ্ঠ ভূমিকা রাখবেন তিনি আশা রাখেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সাউদার্ন মেডিকেল কলেজের ক্যাম্পাস অনেক বড়। আমি মনে করি দেশে এতবড় সবুজ শ্যামল ক্যাম্পাস খুব কমই আছে। লেখা-পড়ায়ও এই মেডিকেলের যথেষ্ট সুনাম ও সুখ্যাতি দেশ দেশের বাহিরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি ও অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাশ, সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালক ডা. আবু মনসুর মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী প্রমুখ। এতে সকল বিভাগীয় প্রধান, লেকচারার, নবাগত ১৮তম ব্যাচের প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.