ইতালির কাছে হার দিয়েই শুরু হলো আর্জেন্টিনার ম্যাচ

পুরুষ বিশ্বকাপ ২০২২ এর মতো হার দিয়ে শুরু করলো আর্জেন্টিনার নারী দলের বিশ্বকাপ যাত্রা। নারী বিশ্বাকাপে নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে হেরে বসেছে আর্জেন্টিনার নারী দল।

সোমবার (২৪ জুলাই) ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইতালির নারী দলের কাছে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন ক্রিস্টিয়ানো গেরেলি।

গত ২০ জুলাই মাঠে গড়ায় নারী ফুটবল বিশ্বকাপ। তবে এতদিন মাঠে নামা হয়নি ইতালি ও আর্জেন্টিনার। দুদলই আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছিল। তাতে প্রথম ম্যাচে তিক্ত অভিজ্ঞতা হলো আর্জেন্টাইনদের।

নিউজিল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে অবশ্য বেশ লড়াই করেছেন আর্জেন্টিনা। গোল খেয়েছে একেবারে শেষ মুহূর্তে। ম্যাচের ৮৭ মিনিটে গিয়ে আর্জেন্টিনার রক্ষণ ভাঙে ইতালি। তাতেই ম্যাচ হাতছাড়া হয়ে যায় আর্জেন্টাইনদের।

এ ছাড়া পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল ইতালি। ম্যাচের ৫৩ ভাগ সময় বল নিজেদের পায়ে রাখে ইতালি। এই সময় আক্রমণ করে ১২বার। যার মধ্যে ৪টি ছিল অনটার্গেট শট। অন্যদিকে ৪৭ ভাগ সময় বল পায়ে রেখে ৫ বার আক্রমণে যায় আর্জেন্টিনা। কিন্তু একবারও বল ইতালির জালে পাঠাতে পারেনি।

এবারের বিশ্বকাপে ইতালি ও আর্জেন্টিনার সঙ্গে একই গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা ও সুইডেন। আর্জেন্টিনার পাশাপাশি আজ নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করছে ব্রাজিলও। ব্রাজিল অংশ নিচ্ছে ‘এফ’ গ্রুপ থেকে। যেখানে তাদের বাকি প্রতিপক্ষ হলো পানামা, জ্যামাইকা ও ফ্রান্স।

চলতি নারী বিশ্বকাপে ৩২টি দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। প্রতিটি দল গ্রুপ পর্বে অন্তত তিনটি ম্যাচ খেলবে। গ্রুপের শীর্ষ আট দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। সেখান খেকে দুটি দল আগামী ২০ আগস্ট সিডনিতে খেলবে ফাইনাল।

Leave A Reply

Your email address will not be published.