গত ১৯ শে জুলাই বুধবার সন্ধ্যে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি অডেটোরিয়াম মিলনায়তনে গুণীজন সম্মাননা ও গ্রীণলিফ গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোঃ রেজা।এতে স্বাগত বক্তব্য রাখেন গ্রীণলিফ সম্পাদক তাসলিম হাসান হৃদয়।শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্যাপ্টেন মোঃ সায়েদুল ইসলাম সায়েদ।আঁখি দৃষ্টির সঞ্চালনায় গ্রীণলিফ উপদেষ্টা শেখ নওশেদ সরওয়ার পিল্টু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক,গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষাবিদ অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ফিরোজ কায়সার আজম,কবি,প্রাবন্ধিক মোহাম্মদ কামরুল ইসলাম,লেখক নেছার আহমেদ খান,জসিম উদ্দিন চৌধুরী,আবু তাহের চৌধুরী, আবদুর রাজ্জাক মানিক,জাহাঙ্গীর হাসান, ছড়াকার তসলিম খাঁ, কবি আলমগীর হোসেন, জিনাত আরা বেগম, দিলরুবা খানম ছুটি সহ আরো অনেকেই।মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চারজন সফল মা বাবাকে সম্মাননা প্রদান করা হয়।এই ছাড়াও প্রকাশনায় নিয়মিত লেখক হিসাবে কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ কামরুল ইসলাম সহ আরও চার জনকে লেখক সম্মাননা প্রদান করা হয়।প্রধান অতিথি অধ্যাপক ড.মোহাম্মদ ইফতেখার উদ্দিন চৌধুরী তাঁর বক্তব্যে গ্রীন লিফের প্রশংসা করে বলেন,এমন ধরনের ব্যতিক্রম আর শিক্ষনীয় কাজ চলমান থাকলে এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে, সমাজে অবক্ষয় রোধ হবে এবং মানুষ এইসব কর্ম কান্ডের প্রতি আকৃষ্ট হয়ে সমাজকে জাগ্রত করবে,এই সমাজে শান্তি ফিরে আসবে,সমাজ এগিয়ে যাবে।
আলোচনা শেষে একটি মনোজ্ঞ ফ্যাশন শো লিটন দাস লিটু ও প্রসেনজিৎ চৌধুরী জীবন এর কোরিওগ্রাফিতে সম্পন্ন হয় ও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে ও এই ধরনের কর্মকান্ডকে আগামীতে উৎসাহিত করতে সকলকে অনুরোধ জানান।
প্রচ্ছদ শিল্প ও সংস্কৃতি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম মিলনায়তনে গ্রীণলিফের উদ্যােগে গুণীজন সম্মাননা ও গ্রীণলিফ...