কাঞ্চনা উন্মুক্ত পাঠাগারের উদ্যোগে মধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরন ও ঈদ পূর্ণমিলনী উদযাপন

গত ৩০ জুন কাঞ্চনা উন্মুক্ত পাঠাগারের উদ্যোগে মধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরন ও ঈদ পূর্ণমিলনী উদযাপন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে এ.কে.বি.সি. ঘোষ ইনষ্টিটিউট, কাঞ্চনা বালিকা উচ্চ বিদ্যালয়, এন. এ. চৌধুরী উচ্চ বিদ্যালয়, কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদরাসা, দারুল ইহসান ইসলামিক সেন্টার এর মোট ৮৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী ও বই উপহার দেওয়া হয়। মারুফ হাসান ওয়াহেদের সঞ্চালনায় ও পাঠাগারের উদ্যোক্তা ও সাবেক সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিশেষজ্ঞ ডাঃ এয়াকুব হোসেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম, সরকারী মুসলিম হাই স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুর রহমান, কাঞ্চনা উন্মুক্ত পাঠাগারের সাবেক সভাপতি বেলাল উদ্দিন, কাজী সাঈদ ও আব্দুল হামিদ সহ সংগঠনের বর্তমান ও প্রাক্তন নের্তৃবৃন্দ ও সদস্যবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী কাঞ্চনা ইউনিয়নে এতদঞ্চলের তরুন, যুবা, সাধারণ এর মাঝে পাঠ অভ্যাস ও সমাজ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় কাঞ্চনা উন্মুক্ত পাঠাগার। প্রতিষ্ঠালগ্ন থেকে এই প্রতিষ্ঠান গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, মেডিকেল ক্যাম্প, বিনামুল্যে রক্তের গ্রæপ নির্ণয়, বৃক্ষরোপণ কর্মসূচি, খতনা ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থেকেছে এই পাঠাগার। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় মরহুম এযাহার মিয়া ফাউন্ডেশন এর চেয়্যারম্যান সাইফুল ইসলাম পাঠাগারের শুভাকাঙ্খী এবং সকল সদস্যবৃন্দ।

(প্রস বিজ্ঞপ্তি)

Leave A Reply

Your email address will not be published.