জয় বাংলা শিল্পী গোষ্ঠী চট্টগ্রামের উদ্যোগে বরেণ্য শহীদ বুদ্ধিজীবী কে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

জয় বাংলা শিল্পী গোষ্ঠী, চট্টগ্রামের উদ্যোগে ১৬ জুলাই ২০২৩ রবিবার বিকাল ৫টায় মুজিব পার্ক লালদীঘি চসিক পাঠাগার কার্যালয়ে ৩জন বরেণ্য শহীদ বুদ্ধিজীবী ‘শহীদুল্লা কায়সার, মুনির চৌধুরী, জহির রায়হান’ কে নিবেদিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সম্পন্ন হয়। জয় বাংলা শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ এর সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর, সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও মহানগর আওয়ামী লীগ নেতা জহর লাল হাজারী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর সহ-সভাপতি ডা. এ.কে.এম ফজলুল হক সিদ্দিকী, প্রধান আলোচক ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি কবি আশীষ সেন, সম্মানিত আলোচক ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মোঃ ফখরুদ-দীন, গীতিকার ও শিল্পী মোঃ নাজমুল হক শামীম, বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ নুরুচ্ছফা মুন্সী, সংগঠক শিমুল দত্ত, সংস্কৃতিক কর্মী দীলিপ সেনগুপ্ত, মোপলেস এর সাধারণ সম্পাদক নিলয় দে, সংগঠক কাবুল দত্ত, সংগঠন বনবিহারী চক্রবর্ত্তী, উপস্থিত ছিলেন লিটন কুমার দাশ, রাজীব বিশ্বাস রাজু, পারভীন আকতার, শ্রী উজ্জ্বল চক্রবর্ত্তী, রতন দে, পলাশ দত্ত, আফিফা করিম, অতিত্র চৌধুরী, মানবী রায় চৌধুরী, আদিত্ত ধর আদি, রুমা চৌধুরী, ফারিহা করিম, রুম্পা চক্রবর্ত্তী, সুমী দাশ, স্নেহা মিত্র, নিঝুম চক্রবর্ত্তী শান্তা, মাধুরী বনিক, প্রিয়াংকা মন্ডল, অরিত্রিকা চৌধুরী। উদ্বোধক জহর লাল হাজারী তাঁর উদ্বোধনী বক্তব্য প্রদান কালে বলেন, ৩জন বরণ্য ব্যক্তি শহীদ, বুদ্ধিজীবী ‘শহীদুল্লা কায়সার, মুনির চৌধুরী ও জহির রায়হান’ ছিলেন শিল্প ও সাহিত্য অঙ্গনের উজ্জ্বল ধ্রæবতারা। ৭১ সালের বিজয়ের পূর্ব মুহুর্তে প্রাক-জান্তা ও এদেশীয় নরক ঘাতকদের হাতে শহীদ হন। তাঁরা ছিলেন নিজ গুণে গুণান্বিত ও স্বমহিমায় উদ্ভাসিকত। জীবিত অবস্থায় তাঁরা অনেক কালজয়ী নাটক ও চলচ্চিত্র নির্মাণ করে গেছেন। তাঁদের সৃষ্টিশীল কাজগুলো বাঙ্গালীর অমূল্য সম্পদ। যা সংরক্ষণ করা খুবই জরুরী। প্রধান অতিথি ডা. একেএম ফজলুল হক সিদ্দিকী বলেন, যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন এই তিনজন শহীদ বুদ্ধিজীবীকে এদেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবো। কারণ তারা সাহিত্য, নাটক, চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশ ও বাংলা ভাষাকে বিশ্বসভায় সমৃদ্ধ করে গেছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে নিহত লাখো শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। সাথে সাথে জয় বাংলা শিল্পী গোষ্ঠীকে ধন্যবাদ জানান বরেণ্য ব্যক্তিদের নিয়ে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানের আয়োজন করার জন্য। সভায় সভাপতি সজল দাশ বলেন, শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরী ও জহির রায়হান ছিলেন শিল্প সাহিত্য অঙ্গণে প্রাণ পুরুষ। তারা এদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করে গেছেন। যতদিন বাংলাদেশ নামক রাষ্ট্রটি থাকবে ততদিন তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সভায় উদ্বোধক ও প্রধান অতিথি সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।

Leave A Reply

Your email address will not be published.