সরকারি খাসজমি উদ্ধার করে ভূমিহীনদের পুনর্বাসন,গৃহকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দান এবং ন্যূনতম মজুরি ঘোষণা, গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম মজুরি ২৫,০০০ টাকা ঘোষণা,নারী- শিশু নির্যাতন বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ভাঙ্গা ও শ্রমজীবী মানুষের জন্য রেশনিং চালু- এ ৫ দফা দাবিতে ‘বৈষম্য বিরোধী ছাত্র-জনতা অধিকার রক্ষা পরিষদ’ এর উদ্যোগে আজ ১০ সেপ্টেম্বর নগরীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
আসমা আক্তারের সভাপতিত্বে ও সুবাইতা সুলতানার পরিচালনায় আজ বিকাল ৪ টায় নগরীর ২ নং গেইট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দেবজ্যোতি দাশ, জ্যোতি বড়ুয়া, সাথী বেগম, নাসির উদ্দিন রানা, আনজু আরা বেগম, জমিরন বেগম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর জেলা সমন্বয়ক- পুষ্পিতা নাথ, সিয়াম এলাহি, নীলা আফরোজ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,”ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি শ্রমজীবি মানুষ লড়াই করেছে।এ আন্দোলনে শতাধিক শ্রমজীবি মানুষ শহীদ হয়েছেন,আহত হয়েছেন অনেকে।এ শ্রমজীবি মানুষদের ত্যাগ ও তাদের আকাঙ্খা-বেদনাকে মূল্যায়ণ ছাড়া গণঅভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়।শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে সিন্ডিকেটের দৌরাত্ম আমরা দেখেছি।মূল্যবৃদ্ধিতে সীমিত আয়ের শ্রমজীবি মানুষ অবর্ণনীয় দুর্দশায় পড়েছে।শেখ হাসিনা সরকারের পতন হলেও বাজার সিন্ডিকেট বহাল আছে। এ বাজার সিন্ডিকেট আওয়ামীলীগ শাসনামলে সিন্ডিকেট ব্যবসায়ী- মন্ত্রী-এমপিদের যোগসাজশে হাজার হাজার কোটি টাকা লুট করেছে।এ সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেপ্তার, সিন্ডিকেট ভাঙ্গা,টিসিবিকে সক্রিয় করে দ্রব্যমূল্য কমানোর পদক্ষেপ নেওয়া এ মূহুর্তে জনগণের গণদাবি।একইসাথে মূল্যবৃদ্ধি থেকে বাঁচাতে শ্রমজীববি মানুষের জন্য আর্মি রেটে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।গত সরকারের শাসনামলে সরকারি খাস জমির বড় অংশ অবৈধ দখলদারদের হাতে ছিলো।এখন সরকারি খাস জমি দখলমুক্ত করে ভূমিহীনদের পুনর্বাসন করার দ্রুত উদ্যোগ নিতে হবে।”
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে সরকারি খাসজমি উদ্ধার করে ভূমিহীনদের পুনর্বাসন,গৃহকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দান এবং ন্যূনতম মজুরি ঘোষণা, গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম মজুরি ২৫,০০০ টাকা ঘোষণা,নারী- শিশু নির্যাতন বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ভাঙ্গা ও শ্রমজীবী মানুষের জন্য রেশনিং চালুর উদ্যোগ নিতে অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবী জানান।
সমাবেশ শেষে উপরোক্ত দাবিতে একটি মিছিল ২ নং গেইট থেকে শুরু হয়ে ষোলশহর হযে মুরাদপুর মোড়ে এসে শেষ হয়।