বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের উদ্যোগে বালা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন

চট্টগ্রামের নিবেদিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর প্রশিক্ষণ একাডেমী’র উদ্যোগে ১৪ এপ্রিল ২০২৪ রবিবার সকাল ১০টায় নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটস্থ স্বাধীনতা কমপ্লেক্স প্রাঙ্গনে শিশু-কিশোর ও সাংস্কৃতিক কর্মীদের সম্মনয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করা হয়। এসময় সংক্ষিপ্ত উদ্বোধনী সভায় উপস্থিত থেকে পিঠা উৎসব, আলোচনা সভা, নৃত্য পরিবেশনা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালিয়ানা খাবার পরিবেশনায় উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর চট্টগ্রাম বিভাগের সভাপতি শেখ নওশেদ সরোয়ার পিল্টু। সংগঠনের সাধারণ সম্পাদক সাবরিনা আফরোজা’র সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক বায়োজিদ ফরায়েজী’র সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বি প্লাস টিভির নির্বাহী সম্পাদক এম নজরুল ইসলাম। প্রধান বক্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শিল্প নির্দেশক ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক স ম জিয়াউর রহমান। বিশেষ অতিথি সংগঠনের অর্থ সম্পাদক সুভাষ দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক টুম্পা দাশ, আবৃত্তি শিল্পী অনিকা আক্তার,মহিলা সম্পাদক শিউলি আক্তার। স্বাগত বক্তব্য রাখেন রিমাসেন, প্রার্থনা দেবী, বৃষ্টি দেবী, শিখা বড়ুয়া। অনুষ্ঠানের নৃত্য ও সংগীত পরিবেশন করেন প্রনমী দেবী, অনুস্কা দেবী, অন্বেষা দেবী, ঈশিতা চক্রবর্তী, শায়নি ধর, অপর্ণা কর্মকার, অনুরাধা দাশ, জয়িতা কর,দিপা দত্ত, অদ্রিজা বড়ুয়া,নিহা দাশ, ঐশী বড়ুয়া, প্রান্তি বড়ুয়া, অনন্যা বড়ুয়া, জবামনি দেবী, অশ্মিতা শর্মারিয়া, আদ্রিতা চৌধুরী রাইতা, স্বর্ণালী বড়ুয়া, প্রান্তিকা মুৎসুদ্দি, প্রীতি বড়ুয়া, বৃষ্টি নাথ,যুবরাজ দেবনাথ। অনুষ্ঠানের শেষে সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও নৃত্য প্রশিক্ষক মধু চৌধুরী বলেন পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত প্রাণের উৎসব,এ উৎসব বাঙালিকে মনে করিয়ে দেয় হাজার বছরের হারিয়ে যাওয়া প্রাণের সাংস্কৃতিক।

Leave A Reply

Your email address will not be published.