প্রজন্মকে বাংলা ভাষা চর্চায় আরো সচেতন হতে হবে – আ.জ.ম. নাছির উদ্দীন।

২১ ফেব্রুয়ারী মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর এর উদ্যোগে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা, রচনা প্রতিযোগীতার পুরষ্কার বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন। কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সাফফাত বিন আমিন ও শিক্ষিকা রিনিকা পাল মুন এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সাবেক সদস্য খোরশেদ আলম রহমান, মহানগর যুবলীগের যুগ্ন—সাধারন সম্পাদক সাইফুদ্দীন আহমেদ, সংবর্ধিত অতিথি অধ্যাপক ড.এইচ.এম.এ. আর মারুফ, বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব বসাক, কোতোয়ালী থানা ছাত্রলীগ সভাপতি অনিন্দ্য দেব প্রমূখ। এতে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিষ্ট ও রাজনীতিবীদ আবদুল হাই, ওয়ার্ড আওয়ামী লীগের সহ—সভাপতি জহির আহমেদ বাবুল হক, যুগ্ন—সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ, আওয়ামী লীগ নেতা আবছার উদ্দিন আহমেদ, সাবেক মহানগর যুবলীগের সদস্য তানভীর আহমেদ রিংকু, জাহাঙ্গীর আলম, নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা আবদুল আজিজ, তারাপদ দাশ, এনামুল হক, আবদুল মতিন, মক্কা প্রবাসী আবদুল হালিম বাচ্চু, সিজেকেএস কাউন্সিলর সামিউল হাসান রুমন, মহানগর ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক অসিউর রহমান। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন ও নৃত্য পরিবেশিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ সহ এলাকার নেতৃবৃন্দরা।

প্রধান অতিথি বলেন, ৫২” এর ভাষা আন্দোলনে বাঙ্গালি জাতি অর্জন করেছিল হাজার বছরের শৃঙ্খল ভাঙ্গার প্রথম সোপান। তাই বাংলা ভাষার অধিকার অর্জনের মধ্য দিয়ে সূচিত হয় স্বাধীনতার স্বপ্ন। জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়েছে। তিনি আরো বলেন বাংলা ভাষাকে উচ্চারণে আরো বেশী সচেতন হতে হবে। আধুনিকতার নামে এক শ্রেণির তরুণ প্রজন্ম ভাষাকে বিকৃত করে যাচ্ছে যা ভাষা শহীদদের প্রতি চরম অবমাননা।

Leave A Reply

Your email address will not be published.