গ্রুপ থিয়েটার উৎসব’২৪ এর ৩য় দিনে ‘কালপুরুষ’ এর নাটক “ইতি প্রীতিলতা” মঞ্চস্থ

‘চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম’ আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে ২২ফেব্রুয়ারি থেকে ৬মার্চ’২৪ পর্যন্ত ১৩ দিনব্যাপী ‘গ্রুপ থিয়েটার উৎসব ২০২৪’ এর ৩য় দিন গতকাল ২৪ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৭টায় মিলনায়তনে ‘কালপুরুষ’ পরিবেশন করে নাটক ‘ইতি প্রীতিলতা’।

শুভ্রা বিশ্বাস রচিত ও নির্দেশিত নাটকটিতে উঠে আসে বৃটিশ বিরোধী সুদীর্ঘ আন্দোলনের এক অসীম সাহসী মেধাবী বীর যোদ্ধা প্রীতিলতা ওয়াদ্দেদারের লড়াই-সংগ্রামের কথা। যিনি জীবন-মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন এই বিশ্বাসে দেশ-মাতৃকাকে ভালোবেসে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হন। তাঁর সমুজ্জ্বল আত্মত্যাগের কথা আজও বাঙালি বিনম্র চিত্তে স্মরণ করে।

নাটকটিতে অভিনয়ে অংশ নেন শুভ্রা বিশ্বাস, নাজনীন হক, প্রবীর পাল, নটরাজ পুলক, তাপস চক্রবর্তী, শান্তা শর্মা, কালীচরণ বিশ্বাস রবিন, সৈকত দাশ,পাভেল চৌধুরী, কাউসার মজুমদার, রুবেল, শান্তনু প্রমুখ।

মিলনায়তনে নাটক মঞ্চস্থ হওয়ার পূর্বে সন্ধ্যে সোয়া ছয়টায় নাট্যকর্মী মিশফাক রাসেলের সঞ্চালনায় অনুরুদ্ধ মুক্তমঞ্চের অনুষ্ঠানে মুক্ত-নাটক ‘ভিশনারি লিডার’ পরিবেশন করে “অ্যাঁভাগার্ড”। আর দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যময়ী একাডেমী।

২৬ ফেব্রুয়ারি সন্ধ্যে সোয়া সাতটায় মিলনায়তনে নাটক ‘অস্পৃশ্য’ পরিবেশন করবে “কথক থিয়েটার”।
আর সন্ধ্যে সোয়া ছয়টায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে গণসংগীত পরিবেশন করবে উদীচী শিল্পী গোষ্ঠী। দলীয় নৃত্য পরিবেশন করবে ‘অনুশীলন ও সঞ্চারী নৃত্যকলা একাডেমি।

Leave A Reply

Your email address will not be published.