গত ১৭ ই ফেব্রুয়ারী – ২৪ সন্ধ্যে চট্টগ্রামস্থ সিআরবি শিরীষতলা অমর একুশে বই মেলা২৪ মোড়ক উম্মোচন মঞ্চে কবি ও শিক্ষক মুজিবুর রহমানের “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়। কবি কুতুবউদ্দিন বখতেয়ারের সভাপতিত্বে, কবি আলমগীর হোসেনের সঞ্চালনায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি,প্রাবন্ধিক ও গণমাধ্যমকর্মী মোঃ কামরুল ইসলাম।
উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি ও শিক্ষক খালেছা খানম, অধ্যক্ষ নুরুল আফসার,প্রধান শিক্ষক নুরুল আমিন, সহকারী প্রধান শিক্ষক ও লেখক শেখর ঘোষ আপন, ফাহিম ফয়সাল, হায়াতুন তায়্যিবা, জেবা তাসমিয়া, নাজমুন নাহার মিলি বীর মুক্তিযোদ্ধা সুরজিত দাশ(শুনু), ইন্দিরা বড়ুয়া সহ প্রমুখ।
প্রধান অতিথি মোহাম্মদ কামরুল ইসলাম তার বক্তব্যে বলেন, কবিরা সমাজ ব্যবস্থার পরিবর্তন,অবক্ষয় রোধে তাদের লেখনীর মাধ্যমে সমাজকে পরিবর্তন করে। কবি কবিতা চর্চা সে সময়ে বেশি করবে যখন স্বার্থপরতা ও ভুল ধারনা পোষণ, অহেতুক বাড়াবাড়ি হয়, সমাজের চারদিকে অরাজকতা দেখা দেয়,মিথ্যে এগিয়ে থাকে সম্পদ সংগ্রহের দৌড়ে সবাই ঝাপিয়ে পড়ে,আর সমাজ যখন দুষিত হয়, তখন সমাজের শোষণ নির্যাতন নানা অসংগতির কথা তুলে ধরে কবিরা তখনই শুধু মানুষকে জাগ্রত করে।
তিনি আরো বলেন, শেখ মুজিব মানে বাঙালির মৃত্যুঞ্জয়ী চেতনা।শেখ মুজিব মানেই সাম্য অধিকার – গণতন্ত্র প্রতিষ্ঠা। শেখ মুজিব মানে দেশের জনগণের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা যা কবির কবিতায় সহজে ফুটে উঠেছে। তিনি আশা করেন, কবির প্রকাশিত কাব্যগ্রন্থের কবিতা গুলো পাঠককে আন্দোলিত করবে ও কবির কবিতায় সমাজের নানা নিপীড়ন শোষণ,সমাজের বাস্তব চিত্র ও বঙ্গবন্ধু অন্যদিকে সমাজ উন্নয়নে সচেতনতার যে বার্তা রয়েছে তা সমাজ পরিবর্তনে ভুমিকা রাখবে বলে ও তিনি মনে করেন। তিনি কবির সুস্বাস্থ্য কামনা করেন কাব্যগ্রন্থটি পাঠক প্রিয়তা পাবে বলে তিনি মনে করেন।পরিশেষে সভাপতি সকলের উপস্থিতি, সার্বিক সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান ও সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন