উদ্যোক্তা পরিবার” আয়োজিত “বিজয়ের উল্লাস” মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন সম্পন্ন।

গতকাল ১২ ই ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার সন্ধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাব ইন্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে উদ্যোক্তা পরিবার” আয়োজিত “বিজয়ের উল্লাস” মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন সম্পন্ন হয়।সাংবাদিক ইলিয়াছ রিপনের সঞ্চালনায় ও উদ্যোক্তা পরিবারের প্রধান নির্বাহী তাহিয়া তাবাচ্ছুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন।
এসময় সব নারী উদ্যোক্তা ও অতিথি সহ কেক ও ফিতা কেটে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। ক্রেতাদের উপচে পড়া ভীড়ে মুখরিত ছিল পুরো আয়োজন। চিটাগাং টিভি মিডিয়া পার্টনার হয়ে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক অধ্যাপক ড. মাসুম চৌধুরী,লেখক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম,মিরশ্বরাই দুর্গাপুর ইউপি চেয়ারম্যান এসএম আবু সুফিয়ান,মিল্টন কনভেনশন হলের চেয়ারম্যান সমাজ সেবক সাজেদুল আলম চৌধুরী মিল্টন, সমাজসেবক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী সহ প্রমুখ।
এই বিশাল আয়োজনে অর্ধশত স্টলে রয়েছে দেশ বিদেশের নামিদামি বিভিন্ন বুটিকস ও ফ্যাশন হাউজ, কসমেটিকস ও জুয়েলারি, হোমমেড ফুড ও পাহাড়ী পোশাকের নানা কালেকশন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর,অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’- নারী ও পুরুষকে এভাবেই দেখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।বর্তমানে নারীরা কোনো কাজেই পিছিয়ে নেই। নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।গত কয়েক দশক আগেও কর্মক্ষেত্রে নারীদের পদচারণা চোখে পড়ার মতো ছিলো না। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর সুনিদিষ্ট পরিকল্পনা নারীরা
এখন অনেক স্বাবলম্বী হয়েছে আর তারা দেশের উন্নয়নে প্রতিনিয়ত নতুন নতুন ব্যবসা সৃষ্টি করছে,তাদের এই ব্যবসায়িক উদ্যোগ নারী সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।মোহাম্মদ কামরুল ইসলাম বলেন,যখন কেউ নিজের কর্মসংস্থানের কথা চিন্তা করেন তবে কোন চাকরি করেন না,কার ও নিকট অধিনস্ত না থেকে নিজ থেকে কোন ব্যাবসা প্রতিষ্ঠান স্থাপন করে নিজকে স্বাবলম্বী করেন দেশের উন্নয়ন ও অর্থনীতিতে ভুমিকা রাখেন তারাই নারী উদ্যোক্তা।বর্তমানে মেলা সহ নানার ধরনের ব্যবসা নারীরা পরিচালনা করেন।নারীদের ক্ষেত্রে এই সংখ্যা আশ্চর্যজনক ভাবে বর্তমানে বৃদ্ধি পাচ্ছে।
নারীদেরকে সর্বক্ষেত্রে পুরুষের সহযোগিতা করা উচিত কেননা নারীরা এগিয়ে গেলে এ সমাজ এগিয়ে যাবে।সভাপতির তার বক্তব্যে সবাইকে উপস্থিত হয়ে আয়োজনকে সুন্দর ও সার্থক করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave A Reply

Your email address will not be published.