দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ২০২৩-২৫ মেয়াদের নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টর্স’র উদ্যোগে চেম্বার সদস্যদের নিয়ে সিসিসিআই মেম্বারস্ নাইট এবং এফবিসিসিআই’র নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলমকে সংবর্ধনা উপলক্ষে “সিসিসিআই মেম্বারস্ নাইট উইথ মাহবুবুল আলম” মঙ্গলবার, ১২ ডিসেম্বর সন্ধ্যায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়। চেম্বারের বিভিন্ন সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ চেম্বার পরিচালকবৃন্দ, প্রাক্তন পরিচালকবৃন্দ, ট্রেডবডি নেতৃবৃন্দ, ডিপ্লোম্যাটস্ এন্ড অনারারী কনসাল, সরকারী উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজ, শিক্ষাবিদদের উপস্থিতিতে এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি ব্যবসায়ী সমাজের এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন পর্বে চিটাগাং চেম্বারের নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টরর্স’র শুভেচ্ছা বিনিময়, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমকে চেম্বারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চেম্বার সদস্যদের জন্য র্যাফেল ড্র এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগতঃ বক্তব্য রাখেন চিটাগাং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন চেম্বারের প্রাক্তন সভাপতিবৃন্দ এম. এ. লতিফ এমপি, ইঞ্জিনিয়ার আলী আহমেদ ও ফরিদ আহমেদ চৌধুরী, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার ডাঃ রাজীব রঞ্জন, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেল নুরেআলম মিনা, চেম্বার সহ-সভাপতি রাইসা মাহবুব, চেম্বার পরিচালক ও অনুষ্ঠান সমন্বয়ক মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন)। অনুভূতি ব্যক্ত করেন সংবর্ধিত অতিথি এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এ সময় চেম্বার পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হাসেন, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মোঃ রকিবুর রহমান (টুটুল), মাহফুজুল হক শাহ, বেনাজির চৌধুরী নিশান, আলমগীর পারভেজ, মোহাম্মদ আকতার পারভেজ, মাহবুবুল হক মিয়া, মোঃ রেজাউল করিম আজাদ, মোহাম্মদ আদনানুল ইসলাম, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, মোহাম্মদ মনির উদ্দিন, ওমর মুক্তাদির উপস্থিত ছিলেন।
চেম্বারের প্রাক্তন সভাপতি এম. এ. লতিফ এমপি বলেন- বর্তমান সরকারের টানা মেয়াদে সরকারের অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবসাবান্ধব পলিসির কারণে ব্যবসায়ীরা ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি নির্বিঘেœ ব্যবসা-বাণিজ্য পরিচালনা করার সুযোগ পেয়েছেন। অনেকেই বলেছিল বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলংকার মত হবে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বগুণে বাংলাদেশ শ্রীলংকা নয় বরং উন্নত দেশের কাতারে চলে যাচ্ছে। ৫৫ হাজার বর্গমাইলের প্রায় ১৮ কোটি জনসংখ্যার এই দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে ভবিষ্যতেও শিল্প উন্নয়নের মাধ্যমে বৃহৎ অর্থনীতির দেশ চায়নার সাথেও প্রতিযোগিতা করবে। তাই আগামীতেও নেতৃত্বের ধারাবাহিকতায় বজায় রাখার জন্য ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন- সারাদেশের বিভিন্ন ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত সমস্যা সমাধান এবং সরকারের সাথে বিভিন্ন নীতি প্রণয়নে সহযোগিতার পাশাপাশি চট্টগ্রামের ব্যবসায়ীদের যেকোন সমস্যা এবং কাজে পাশে থাকবো। তিনি আরো বলেন-ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে চট্টগ্রাম অঞ্চলকে ঘিরে যেসব মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হয়েছে তার পরিপূর্ণ সুফল পেতে হলে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণ অপরিহার্য। এটি করা গেলে মাত্র দুই ঘন্টায় বিনিয়োগকারীরা ঢাকা থেকে মিরসরাই শিল্প নগরে আসতে পারবে যা দেশের অর্থনীতির গতিকে ত্বরান্বিত করবে।
চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন- ক্ষুদ্র থেকে বৃহৎ সকল ধরণের ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান চিটাগাং চেম্বারের সদস্য। এই চেম্বারে নেতৃত্বদানরকারী অনেক ব্যবসায়ী নেতাই জাতীয় পর্যায়ে ট্রেডবডি লিডারশীপের পাশাপাশি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অনেকেই দায়িত্ব পালন করেছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। আজকের সংবর্ধিত অতিথি আমার পূর্বসূরি দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই’র বর্তমান সভাপতি এই চিটাগাং চেম্বারের মনোনীত পরিচালক হিসেবে এফবিসিসিআই এর নেতৃত্বে আসীন হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামে অবকাঠামোগত উন্নয়নের জন্য ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ফলশ্রæতিতে চট্টগ্রাম বর্তমানে আন্তর্জাতিক বিনিয়োগ ও লজিস্টিক হাবে পরিণত হয়েছে। এজন্য তিনি চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে বর্তমান সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অর্থনৈতিক হাবের সর্বোচ্চ সুযোগ কাজে লাগাতে চেম্বার সদস্যদের প্রস্তুত থাকার উপর গুরুত্বারোপ করেন তিনি। বেসরকারি বিনিয়োগ বাড়ানোর জন্য অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ সহায়ক নীতিমালাগুলো প্রণয়নের জন্য চিটাগাং চেম্বারের প্রতিনিধি হিসেবে সকলের মতামত ও পরামর্শ নিয়ে সরকারের সাথে অত্র চেম্বার কাজ করে যাবে তিনি বলেন।
সিসিসিআই মেম্বারস্ নাইটে আগত ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চেম্বার সহ-সভাপতি রাইসা মাহবুব সকল সদস্যদের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরণের অংশগ্রহণমূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। র্যাফল ড্র পর্বে চেম্বার বোর্ড অব ডাইরেক্টর্স’র সৌজন্যে ১টি ল্যাপটপ, ১টি ৫০ ইঞ্চি স্মার্ট টিভি, ২টি ফ্রিজ, ২টি ওয়াশিং মেশিন, ২টি ৪৩ ইঞ্চি এলইডি টিভি, ৩টি মাইক্রো ওভেন, ২টি ট্যাব, ৩টি ডিনার সেট ও ৫টি বেøন্ডারসহ মোট ২১টি পুরস্কার প্রদান করা হয়।