হযরত আলীর অভিষেক দিবসে আহলে বাইতে রাসুল (সা.) সেমিনার ও র‌্যালী অনুষ্ঠিত

আঞ্জুমানে আশেকানে আহলে বাইতে রাসূল (সা.) কর্তৃক আয়োজিত জ্ঞানের দরজা, আসাদুল্লাহ হযরত মাওলা আলী (আ.) এর অভিষেক দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক সেমিনার, র‌্যালী ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল থেকে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফারুক আহমেদ রাজু ও গোলাম মোস্তফা রুমন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শাহ কাউসার মোস্তফা আবুলউলায়ী, চেয়ারম্যান, দর্শন বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয়, মুহাম্মদ আহসানুল হাদী, সহযোগী অধ্যাপক, ফারসী ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আর্ন্তজাতিক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ সালমান চিশতী (মা.জি.আ.), খাজা গরীবে নেওয়াজ দরবার, আজমীর শরীফ, ভারত। মহান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে গাউছুল আজম হযরত শাহজাদা সৈয়দ গোলাম মোরশেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (মা.জি. আ.) সাজ্জাদানশীন, মাইজভান্ডার দরবার শরীফ। আওলাদে গাউছুল আজম হযরত শাহজাদা সৈয়দ নূর হোছাইন আল মাইজভান্ডারী (মা.জি.আ.), নায়েবে সাজ্জাদানশীন, মাইজভান্ডার দরবার শরীফ, আওলাদে গাউছুল আজম হযরত সৈয়দ তানবীর হাদীনায়েবে সাজ্জাদানশীন, মাইজভান্ডার দরবার শরীফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন শাহজাদা সৈয়দ জিয়াউল হোসাইন আরমান। এতে আরো উপস্থিতি ছিলেন, শাহসুফি মাওলানা সৈয়দ বেশারত উল্লাহ মাইজভান্ডারী, সাজ্জাদানশীন, নজির ভান্ডার, শাহজাদা মীর জসিম রাহে ভান্ডারী, আওলাদে পাক রাহে ভান্ডার, শাহজাদা সৈয়দ গোলাম মোস্তফা মাইজভান্ডারী, নায়েবে সাজ্জাদানশীন, মাইজভান্ডার দরবার শরীফ, শাহাজাদা খাঁজা নুরুল আমিন মাইজভান্ডারী, সাজ্জাদানশীন, কধুরখীল খাঁজা ইদ্রিস ভান্ডার দরবার শরীফ, বোয়ালখালী, শাহজাদা সৈয়দ নাজিম উদ্দিন মাইজভান্ডারী, আওলাদে পাক, দরবারে কামালিয়া, জনাব আবুল হাসেম ফকির মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ সাজিদ চিশতি, আওলাদে পাক, দক্ষিণ সুখছড়ি, জনাব সিরাজুল হুদ মাইজভান্ডারী, প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে আশেকানে আহলে বাইতে রাসুল (সা.), আব্দুর রহমান, মো. ইয়াছিন, নুরুল ইসলাম লিটন, মাহফুজুল হক, হাসানুল হক, শফিউল আলম মোজাহেরুল ইসলাম মাসুদ, মো. নাজের চৌধুরী, মো. হাবীব চৌধুরী, গোলাম মোস্তফা, ইমাম হোসেন, সাদ্দাম হোসেন, নেছার আহমেদ, শফিউল ইশমাম, নিহার চৌধুরী, মাসুম, ইলহাম, আব্দুল্লাহ রাহিন, আসিফুল, নাছির উদ্দিন, আবু বকর, ডা. আলী রুম্মান, হাসান সহ অনেক ভক্তবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.