রাত বাড়লেই অশান্ত হয়ে উঠছে রাজধানী ঢাকা। আধিপত্য বিস্তার এলাকার নিয়ন্ত্রণ কিংবা তুচ্ছ ঘটনা থেকে মারামারিতে জড়িয়ে পড়ছে বিভিন্ন গ্রুপ। এতে করে ঘটছে হতাহতের ঘটনাও। রাতের রাজধানী ঢাকার জনমনে তৈরি হচ্ছে আতঙ্ক। শুক্রবার রাতেও নগরীর বিভিন্ন স্থানে এমন ঘটনায় একজনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। শুক্রবার রাত ১০ টা, রাজধানী মুগ্ধ এলাকায় তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি এক পর্যায়ে বখাটের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ শাকিল নামের এক যুবক পরে তাকে উদ্ধার করে ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন সুজন ও শামস নামের আরো দুজন।
রাজধানী বনশ্রীতে কাঁচাবাজারের নিয়ন্ত্রণ নিতে হামলা চালায় দুর্বৃত্তরা এতে গুরুতর আহত হন চারজন। পরে তাদের এর উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায় পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগ, “হামলার আগে বিষয়টি পুলিশকে জানালেও ব্যবস্থা নেয়নি তারা। এগুলা সন্ত্রাস সব শিষ্য সন্ত্রাসী, এগুলা জেলখানা থেকে বাইর হইয়া এই অত্যাচার গুলা শুরু করছে স্যার, ওই বাজার নিয়ে একটা যেকোনো মুহূর্তে একটা মার্ডার হয়ে যাবে, আজকে মার্ডার অবস্থায় অস্ত্র আছে তারপরও পুলিশ ওদেরকে ধরলো না।”