সবার মনে হতে পারে এটি মোবাইল ফোনের কোন দোকান কিন্তু না এটি এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ি। বিপুল সংখ্যক এই মোবাইল দিয়ে কি করতেন তিনি। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর উল্লাহ শিবলির বাসায় তল্লাশি চালায় নৌবাহিনীর একটি দল। এসময় বেরিয়ে আসে থলের বিড়াল। তার বাসায় পাওয়া যায় বয়স্ক ও বিধবা ভাতাসহ সরকারি বিভিন্ন ভাতাভোগীদের নামে রেজিস্ট্রেশন করা ২৭৯ টি সিম কার্ড ও ৭৬ টি মোবাইল। নৌবাহিনী জানায় সিম কার্ড গুলোতে ভাতাভোগীদের নামে সরকারি ভাতার টাকা আসতো আর সেগুলো তিনি ওইসব মানুষকে না দিয়ে
মাসের পর মাস আত্মসাৎ করে আসছিলেন। এর আগে চেয়ারম্যান শিবলিকে আটক করে নৌবাহিনী। তিনি সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল্লাহর ছেলে। ২০২২ সাল থেকে তিনি চেয়ারম্যান হাতিয়া থানার ওসি জিশান আহমেদ জানিয়েছেন তার বিরুদ্ধে এখন মামলা হবে।