আগামী জাতীয় নির্বাচনে কোন দলকে ভোট প্রদান করবে সে বিষয়ে এখনো নিশ্চিত নয়। দেশের এক তৃতীয়াংশ ভোটার এমন তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক সংস্থা ইনোভেশন কনসাল্টিং এর জরিপে। বাংলাদেশ স্পিক শিরোনামে নির্বাচনে ভোট প্রদানের তথ্য সংগ্রহ করা হয়। জরিপে মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে জনমতে ভোটের হিসাব অনলাইন বনাম মাঠ জরিপের ফলাফল শীর্ষক অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরেন। ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক রুবায়াত সরোয়ার ৮০০ এর বেশি মানুষকে সম্পৃক্ত করে অনলাইন ও মাঠ পর্যায়ে। দুইভাবে এই জরিপ পরিচালিত হয়েছে উল্লেখ করে তিনি জানান,
“মাঠ জরিপে ৩৪ শতাংশ মানুষ নিশ্চিত নয় কাকে ভোট দিবেন আর বিএনপিকে ভোট দিতে ইচ্ছুক ২১ শতাংশ ভোটার।
এছাড়া অনলাইন জরিপের তথ্য বলছে ৩৫% শতাংশ ভোটার ছাত্র সমর্থিত নতুন দলকে ভোট দিতে আগ্রহী এরপর পরই জামাত ও বিএনপির প্রতি সমর্থন দেখা যায়। অনলাইন জরিপে অংশগ্রহণকারীদের মূলধারা রাজনৈতিক দলগুলোর প্রতি জনমত জনগণ কিছুটা আস্থাহীন হয়ে পড়েছে বলেও জানায় এই জরিপকারী সংস্থা।