ভারতে ধ্বংসের সময় জব্দকৃত মদের বোতল নিয়ে স্থানীয়দের কাড়কাড়ি
ভারতে ধ্বংসের সময় জব্দকৃত মদের বোতল নিয়ে স্থানীয়দের কাড়কাড়ি

পুলিশের জব্দকৃত মদ নিয়ে তুলকালাম কান্ড ভারতে ডাম্পিং এলাকায়। বোতলগুলো ধ্বংসের সময় রীতিমত লুটপাট শুরু হয়। স্থানীয় লোকজন যে যেভাবে পেরেছে মদ নিয়ে পালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল। মজার বিষয় হলো অনেকে সততা দেখিয়ে ফেরত দিয়ে গেছেন লুট করা মদের বোতল। ধ্বংস করার জন্য রাখা অবৈধ মদের বোতল নিয়ে কাড়কাড়ির এই দৃশ্য ভারতের অন্ধ্রপ্রদেশের রাজ্যটির গুন্টুর শহরের বাসিন্দাদের। হুলুস্স্তুুল কান্ডের এই ভিডিও এরই মধ্যে ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিভিন্ন সময় জব্দকৃত অবৈধ মদ ডাম্পিং এলাকায় ধ্বংস করার জন্য সাজিয়ে রেখেছিল পুলিশ। বোতলগুলোর উপর বুলডোজার চালানোর আগেই এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়তে হয় তাদের। হঠাৎই আশপাশ থেকে হুরমুড়িয়ে জড়ো হয়ে কারাকারি শুরু করে কিছু মানুষ। চারদিক থেকে লুটপাটকারীদের এর এমন আকস্মিক কান্ডে হতভম্ব হয়ে পড়ে। পুলিশ বাধা দিতে গিয়েও ব্যর্থ হয়। ইচ্ছেমত মদের বোতল দিয়ে চম্পট দেয় লুটপাটকারীরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই উঠেছে সমালোচনার ঝড়। মাদকদ্রব্যের জন্য এমন কারাকারি করায় তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। অবশ্য ভিডিওতে এক সৎ লোকের দেখাও মিলেছে যিনি মদের বোতল চুরির পর আবার ফেরতও দিয়েছেন। পুলিশ জানিয়েছে বোতল ফেরত দিয়ে গেছেন আরো কয়েকজন। ভারতীয় মুদ্রায় মোট ৫০ লাখ রুপি মূল্যের মত ধ্বংসের প্রস্তুতি নেয়া হয়েছিল সেখানে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন