সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৪৮তম ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৪ এ বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান চ্যাম্পিয়ন ও বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন রানার-আপ হয়েছেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উভয়েই ৯ খেলায় সাড়ে ছয় পয়েন্ট করে অর্জন করেন। টাইব্রেকিংয়ের বুশলজ স্কোরে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ চ্যাম্পিয়ন ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজ রানার-আপ হন।
ছয় পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে বাংলাদেশ বিমানের ফিদে মাস্টার নাইম হক তৃতীয়, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা নীড় চতুর্থ, বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া পঞ্চম ও পল্লী সঞ্চয় ব্যাংকের অনত চৌধুরী ষষ্ঠ স্থান লাভ করেন।
সাড়ে পাঁচ পয়েন্ট করে অর্জন করেন ৮ জন খেলোয়াড়, টাইব্রেকিংয়ে পদ্ধতিতে এদের স্থান গুলো হলো। সপ্তম-বরিশালের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী, অষ্টম-বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, নবম- বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, দশম- বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, একাদশ-রাজবাড়ীর অমিত বিক্রম রায়, দ্বাদশ-ঢাকা সিটির ফিরোজ আহমেদ, ত্রয়োদশ-মানহা’স ক্যাসেলের ক্যান্ডিডেট মাস্টার মোঃ শওকত বিন ওসমান শাওন এবং চতুর্দশ- তিতাস গ্যাসের ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম। প্রথম হতে একাদশ স্থান প্রাপ্তরা সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছেন।
নবম বা শেষ রাউন্ডের খেলা আজ (শনিবার) বাংলাদেশ দাবা ফেডারশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। শেষ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের বিরুদ্ধে ওয়াক-ওভার পান। ফিদে মাস্টার মনন রেজা নীড় অনত চৌধুরীর সাথে, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ফিদে মাস্টার নাইম হকের সাথে, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল অমিত বিক্রম রায়ের সাথে, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ফিরোজ আহমেদের সাথে ও ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী বাংলাদেশ পুলিশের ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদের সাথে ড্র করেন। ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুমকে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ শওকত বিন ওসমান শাওন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদকে, ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম কুমিল্লা জেলার ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন জনতা ব্যাংকের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ ঢাকা সিটির ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফকে, ঢাকা সিটির ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীয়তউল্লাহ ঢাকা সিটির ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষকে ও চট্টগ্রাম জেলার হৃষিন তালুকদার খুলনা বিভাগের দেলোয়ার হোসেনকে পরাজিত করেন। তিতাস গ্যাসের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরীর সাথে, চট্টগ্রাম বিভাগের দিব্য দাস গুপ্ত কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহর সাথে, ঢাকা সিটির ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হক কুষ্টিয়া জেলার মোঃ মোহাইমেনুল ইসলামের সাথে ও সিলেট জেলার সনাতন জাহিদ ঢাকা সিটির ক্যান্ডিডেট মাস্টার মোঃ মাছুম হোসেনের সাথে ড্র করেন।
৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় ৩৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।