Site icon দৈনিক পূর্বদেশ | বাংলা নিউজ পেপার

চিকিৎসক কোরবান আলী জীবন ব্যর্থ হবে না, চট্টগ্রাম নাগরিক ফোরামের মানববন্ধন

গতকাল (১৫ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম স্টেডিয়াম সংলগ্ন সার্কিট হাউসের সামনে চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে চট্টগ্রাম ফিরোজ শাহ কলোনীতে কিশোর সন্ত্রাসীদের হামলায় চিকিৎসক কোরবান আলীর হত্যার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ও চট্টগ্রামকে কিশোর গ্যাং মুক্ত করার দাবীতে মানববন্ধনের আয়োজন করা হয়। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের দিক নির্দেশনায় আয়োজিত এই মানববন্ধনের সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ ফোরকান। এতে বক্তব্য রাখেন ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন, যুগ্ন মহাসচিব আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মনছুর আলমসহ অনেকে।

বক্তারা বলেন, কিশোরদের বিপথগামীতা থেকে রক্ষা করার জন্য বিভিন্নমুখী পদক্ষেপের পাশাপাশি পর্যাপ্ত কিশোর সংশোধন কেন্দ্র, ভোকেশনাল ট্রেনিং ও কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছি। এছাড়া এদের সন্ত্রাসী বানানোর পেছনে যারা ভুমিকা রাখছে তাদের চিন্তিত করে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। বক্তারা মরহুম চিকিৎসক কোরবান আলীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তাঁর জীবন দান ব্যর্থ হবে না, তাঁর মৃত্যু সবাইকে আজ সজাগ করছে।

Exit mobile version