‘চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম’ আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে ২২ফেব্রুয়ারি থেকে ৬মার্চ’২৪ পর্যন্ত ১৩ দিনব্যাপী ‘গ্রুপ থিয়েটার উৎসব ২০২৪’ এর ৪র্থদিন গতকাল ২৬ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় মিলনায়তনে ‘কথক থিয়েটার’ পরিবেশন করে নাটক ‘অস্পৃশ্য ‘।
সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত ‘একটি তুলসী গাছের কাহিনি’ অবলম্বনে ও শোভনময় চৌধুরী নির্দেশিত নাটকটি নাট্যরূপ দেন শিবলু চৌধুরী।
‘অস্পৃশ্য’ নাটকে ফুটে ওঠে দ্বিজাতিতত্ত্বের নগ্নরূপ সাম্প্রদায়িকতার সর্বগ্রাসী আগুনের বিপরীতে উদারনৈতিক বিবেকবোধ জাগ্রত হওয়ার তীব্র আকাঙ্ক্ষা। ধর্মীয় উগ্রবাদীতা আর অন্ধ-বিশ্বাসে মানুষ কীভাবে নিজের বিবেক মনুষ্যত্ব এবং দায়িত্ববোধ হারিয়ে স্বার্থপর আত্মকেন্দ্রিক হয়ে ওঠে তার নির্মমরূপ নাটকে লক্ষিত হয়। ধ্বনিত হয় মানসিক দৈন্যদশা ও সীমাবদ্ধতাকে জয় করে সম্প্রদায়গত সম্প্রীতিতে জাগ্রত হয়ে মনুষ্যত্ববোধে উদ্বুদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন জয় প্রকাশ চৌধুরী, সুশান্ত কুমার সেন, উত্তম বিশ্বাস, মুহাম্মদ শাহ্ আলম, নিলয় মুহাম্মদ, সৈকত নাথ, ওবায়দুল হক সাগর, লাকী নাথ, সুব্রত পাল ও অরোরা দেবী।
মিলনায়তনে নাটক শুরুর পূর্বে সন্ধ্যে সোয়া ৬টায় নাট্যকর্মী বিবি আয়েশা সুমির সঞ্চালনায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে গণসংগীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী। দলীয় নৃত্য পরিবেশন করে অনুশীলন ও সঞ্চারী নৃত্যকলা একাডেমি।
আজ ২৭ফেব্রুয়ারি মিলনায়তনে সন্ধ্যে সোয়া ৭টায় নাটক ‘হতজ্ঞান’ মঞ্চস্থ করবে “মঞ্চমুকুট নাট্যগোষ্ঠী”। তাছাড়া সন্ধ্যে সোয়া ৬টায় মুক্ত-নাটক ‘ফুলজান’ পরিবেশন করবে “নাট্যাধার” এবং দলীয় নৃত্য পরিবেশন করবে ‘নৃত্যাঞ্চল সাংস্কৃতিক একাডেমি’।