Site icon দৈনিক পূর্বদেশ | বাংলা নিউজ পেপার

ট্যালেন্ট পাবলিক স্কুলের সাহিত্য সাংস্কৃতিক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

ঐতিহ্যবাহী, স্বনামধন্য ট্যালেন্ট পাবলিক স্কুলের সাহিত্য সাংস্কৃতিক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১০ ফেব্রুয়ারী রোজ শনিবার সকাল ১১ টায় চট্টগ্রামস্থ মিয়াখাঁন নগর বাকলিয়া ঐতিহ্যবাহী,স্বনাম ধন্য ট্যালেন্ট পাবলিক স্কুল মিলনায়তনে বিদ্যালয়ের সাহিত্য, সাংস্কৃতিক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি লায়ন ইয়াসমিন কবিরের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মাসুদ রায়হানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশকিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচিব লেখক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লায়ন মোঃ কবিরুল ইসলাম। এতে এলাকার বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ, সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ, বিদায়ী এসএসসি’র সকল শিক্ষার্থী বৃন্দ সকল অভিভাবকবৃন্দ সহ সকলে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন,শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি,ক্রীড়া,বিনোদন একই সুত্রে গাঁথা। আমাদের সুন্দর ও সুস্থ জীবন গঠনে প্রতিযোগিতা মূলক মনোভাব সৃষ্টিতে খেলাধুলার কোন বিকল্প নেই। উন্নত ও সুস্থ জীবন গঠনে ও শিক্ষার্থীদের সুস্থ দেহে ও সুস্থ মন-মানসিকতা তৈরির লক্ষ্যে প্রতি বছরই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের উপর তিনি গুরুত্ব আরোপ করেন।

তিনি আরও বলেন, খেলাধুলা হচ্ছে লেখাপড়ার অবিচ্ছেদ্য অংশ। খেলাধুলা শরীর গঠনে, মেধা বিকাশে সহয়তা করে।নানা অবক্ষয় থেকে ছাত্র ছাত্রীদের রক্ষা করে।সুস্থ দেহ সুস্থ মন তৈরী করে ও বিশ্ব সম্প্রীতি বৃদ্ধি করে। খেলাধুলা আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি ও সম্মান বাড়ানো ক্ষেত্রে ভুমিকা রাখে।

পরিশেষে পরিশেষে সভাপতি এই ধরনের সুন্দর,সফল আয়োজনে সকলের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

Exit mobile version