গাউসিয়া সমিতি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে পীরে কামেল উস্তাজুল উলামা অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ) এর ২৯তম চান্দ্রবার্ষিকী ওরশ শরিফ ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার নগরীর হামজারবাগস্থ খানকাহ শরিফে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ এর মহাসচিব সৈয়দ বাড়ি দরবার শরিফের সাজ্জাদানশিন পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। তিনি বলেন, পীরে কামেল আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ) ছিলেন একজন দ্বীন প্রচারক। দ্বীনি শিক্ষা বিস্তারে ও মানবকল্যাণে আজীবন তিনি উৎসর্গীত ছিলেন। শরিয়ত—তরিকতের খেদমতেও তিনি অগ্রণী ভূমিকা রাখেন। তাঁর বিনয়, নিলোর্ভ নিরহংকার সাদাসিধে জীবন যাপন অন্যদের জন্যও অনুসরণযোগ্য। মাহফিলে মুখ্য আলোচক ছিলেন ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন সৈয়দবাড়ি দরবার শরিফের নায়েবে সাজ্জাদানশিন পীরজাদা মাওলানা সৈয়দ তৌছিফুল হুদা। অতিথি ও আলোচক ছিলেন মাওলানা মুহাম্মদ তারেক, মুহাম্মদ ফারুক, জহির উদ্দিন মুহাম্মদ বাবর, মুহাম্মদ নুরুল আবছর, এ.কে.এম বখতেয়ার, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ মনসুর সিকদার, মুহাম্মদ রফিক, মুহাম্মদ খোরশেদ আলম, ইসমাইল মাস্টার, মুহাম্মদ দিদার, মুহাম্মদ জাকের, মুহাম্মদ শাহজালাল, মুহাম্মদ নাসির, মুহাম্মদ শহিদ উল্লাহ প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ, জাতি বিশ্ববাসীর শান্তি কল্যাণ সমৃদ্ধি এবং বিশ্বের নিপীড়িত মানবতার কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)।