“কিডনি রোগী কল্যাণ সংস্থা মেডিকেল কমপ্লেক্স” এর ১ম প্রকল্প ১০০ শয্যার ডায়ালাইসিস সেন্টার বাস্তবায়নের লক্ষে দৈনিক আজাদী’র ব্যবস্থাপনা সম্পাদক, সংস্থার আজীবন সদস্য ওয়াহিদ মালেক ও চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক, সংস্থার উপদেষ্টা এড: বজলুর রশিদ মিন্টুর নেতৃত্বে ডায়ালাইসিস সেন্টার বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
গত ১৫ জুলাই ২০২৩ নগরীর পার্কভিউ হসপিটালের সম্মেলন কক্ষে বিকাল ৫টায় সংস্থার সভাপতি এস.এম জাহেদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও ঈদ পুনর্মিলনী সভায় চট্টগ্রামে কিডনি রোগীদের ডায়ালাইসিস সংকট নিরসনে কিডনি রোগী কল্যাণ সংস্থার উদ্যোগে CCU, ICU সহ আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত KPWA-M.A Malek Dailaicis Center প্রতিষ্ঠার এই উদ্যোগ গ্রহণ করা হয়।
নিজস্ব ভূমি ও ডায়ালাইসিস সেন্টার বাস্তবায়ন সাব-কমিটির আহ্বায়ক ওয়াহিদ মালেক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আজাদী পরিবার সবসময় ভালো উদ্যোগের সাথে ছিলো আছে এবং থাকবে। তিনি বলেন, ক্রমবর্ধমান কিডনি রোগীদের চরম দূরাবস্থায় মানবিক সমাজ চুপ থাকতে পারে না। আমাদের প্রচেষ্টায় একজন রোগীও যদি চিকিৎসা পায় ও বেঁচে থাকে তবেই আমাদের স্বার্থকতা। পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ. টি. এম. রেজাউল করিম বলেন, কিডনি রোগীদের চরম দূরাবস্থার আমি একজন প্রত্যক্ষ স্বাক্ষী। কোন পরিবারে একজন কিডনি রোগী থাকা মানে সেই পরিবার যতই বিত্তশালী হউক, দিনশেষে সেই পরিবার নিঃস্ব।
তিনি আরো বলেন, চিকিৎসার সকল কাঁচামাল, যন্ত্রপাতি, মেশিনারিজ, মেডিসিন ইত্যাদির উপর আমদানি কর মওকুপ করা হলে চিকিৎসা ব্যয় বহুলাংশে হ্রাস পাবে এবং অসংখ্য চিকিৎসা বঞ্চিত রোগীর জীবন বাঁচাতে সরকারের এই উদ্যোগ অসমান্য অবদান রাখবে।
জামালুদ্দিন হাওলাদারের সঞ্চালনায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মা ও শিশু হাসপাতালের উপ-পরিচালক প্রশাসন সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ মোশারফ হোসাইন, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আলহ¦াজ মো: ইব্রাহিম, যুগ্ম সম্পাদক মো: আরিফ, পার্কভিউ হসপিটালের কর্মকর্তা মো: নিজাম উদ্দিন, সৈয়দ আবু মুসা, শফিক আহমেদ সাজীব, আহসান হাবীব বাবু, মো: নজরুল হোসাইন শুকরিয়া, মো: আলমগীর, কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম আবদুল মোবারক, এড: মহিউদ্দিন, এম. এ মাসুদ, মো: হোসাইন, এড: মো: নুরুল আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভা শেষে সদস্যদের মতামতের ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ ৬টি উপ-কমিটি যথাক্রমে নিজস্ব ভূমি ও ডায়ালাইসিস সেন্টার বাস্তবায়ন উপ-কমিটি, Kidney Transplant Society Sub-Committee, স্বাস্থ্য সেবা ও রোগী কল্যাণ উপ-কমিটি, তথ্য-প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি, প্রবাসী সংযোগ উপ-কমিটি, ঢাকা উপ-কমিটি গঠন করা হয়।