লা লিগায় জয়যাত্রা অব্যাহত রেখেছে বার্সেলোনা। রোববার ভিয়ারিয়ালের মাঠে তারা ৫-১ গোলে জয় পেয়ে টানা ষষ্ঠ ম্যাচে জয়লাভ করে। এ জয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর কাছে হেরে গেলেও বার্সেলোনা সেই ধাক্কা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। লা লিগায় তাদের ধারাবাহিক জয়ের ধারায় কোন বাধা আসেনি।
ম্যাচটি ছিল ঘটনাবহুল। পেনাল্টি মিস করে হ্যাটট্রিকের সুযোগ হারান লেভানডফস্কি, ভিয়ারিয়ালের একটি গোল ভিএআরে বাতিল হয়, এবং বার্সার গোলরক্ষক টের স্টেগান হাঁটুতে মারাত্মক চোট পান।
ম্যাচের শুরুতে ভিয়ারিয়াল প্রথম সুযোগ পায়, কিন্তু নিকোলাস পেপে গোল করতে ব্যর্থ হন। অষ্টম মিনিটে ইয়েরেমি পিনোর গোল অফসাইডের কারণে বাতিল হয়। এরপর বার্সেলোনা খেলার নিয়ন্ত্রণ নেয়।
২০ মিনিটে পাবলো তোরের থ্রু পাসে লেভানডফস্কি গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন। আট মিনিট পর লেভানডফস্কির দ্বিতীয় গোলের সুযোগ নষ্ট হলেও ৩৫ মিনিটে তিনি ইয়ামালের ক্রসে গোল করে দলের ব্যবধান ২-০ করেন।
তবে ভিয়ারিয়াল দ্রুত উত্তর দেয়। পেপের পাসে পেরেস গোল করে ব্যবধান ২-১ করেন। বিরতিতে যাওয়ার আগে স্টেগান চোট পেয়ে মাঠ ছাড়েন।
দ্বিতীয়ার্ধে ভিয়ারিয়াল সমতা ফিরানোর চেষ্টা করলেও তাদের গোল অফসাইডের কারণে বাতিল হয়। এরপর ৫৮ মিনিটে তোরে আবার গোল করে বার্সেলোনার লিড পুনরুদ্ধার করেন।
৬৪ মিনিটে ইয়ামাল ফাউলের শিকার হলে পেনাল্টি পাওয়া যায়, কিন্তু লেভানডফস্কি স্পট কিকে গোল করতে পারেননি। ভিয়ারিয়াল তখনও অফসাইডের সমস্যায় পড়েছে, ৬৮ মিনিটে তারা আবারও গোল করলেও সেটিও বাতিল হয়।
৭৪ মিনিটে রাফিনিয়া তার প্রথম গোলটি করেন এবং ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান। ইয়ামালের অসাধারণ পাসে তিনি বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন।
এই জয় বার্সেলোনা ছয় ম্যাচে ১৮ পয়েন্টে নিয়ে এসেছে। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে রয়েছে, আর ভিয়ারিয়াল ১১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে।