পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী বাস্তবায়নের জোরালো দাবী আমরা চাটগাঁবাসীর সভায়। চট্টগ্রামের কৃষ্টি-সংস্কৃতি, ঐতিহ্য ও উন্নয়ন সংরক্ষণ মুলক সংগঠন আমরা চাটগাঁবাসীর পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী বাস্তবায়নে আমরা চাটগাঁবাসী’র ভাবনা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে এ দাবী উঠে। এডভোকেট আব্দুল আজীজের সঞ্চালনা ও সংগঠনের সেক্রেটারী জেনারেল এবিএম ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, চাটগাঁবাসী ব্যারিস্টার আনওয়ারুল আজীম ক্লাবের প্রেসিডেন্ট এডভোকেট আবুল হাসান শাহাবুদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা.একেএম ফজলুল হক সিদ্দিকী, চাটগাঁবাসী মনিরুজ্জামান ইসলামাবাদী ক্লাবের সভাপতি গাজী ইসলামাবাদী, চাটগাঁবাসী আহমদ উল্লাহ মাইজভান্ডারী ক্লাবের সভাপতি মফিজুর রহমান, চাটগাঁবাসী ভাষাসৈনিক আবুল কাসেম ক্লাবের সভাপতি ওয়াসী উদ্দিন আনসারী। চাটগাঁবাসী হাবিলদার রজব আলী ক্লাবের সভাপতি এডভোকেট আবুল হাসেম নিজামী, চাটগাঁবাসী চাটগাঁবাসী হামজা খাঁ ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, চাটগাঁবাসী বহরদার ক্লাবের প্রতিনিধি রইসুর রহমান তিতু, ছালেহ আহমদ চৌধুরী ক্লাবের প্রতিনিধি মনির উদ্দিন । জোন চেয়ারপারসন (কক্সবাজার জেলা) অধ্যাপক একেএম নুরুল বশর সুজন। কেন্দ্রীয় অর্থ সম্পাদক প্রকৌশলী নরুল আবসার, পরিবেশ মানবাধিকার সম্পাদক এডভোকেট মাসুদুল আলম বাবলু।

ক্লাব সেক্রেটারীদের মধ্যে বক্তব্য রাখেন কবি কামরুল ইসলাম, জানে আলম চৌধুরী, অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল বাতেন, ওসমান গনি, সাইফুল ইসলাম সাইফু, আব্দুল্লাহ আল মামুন, প্রকৌশলী ফজলুল কাদের, প্রকৌশলী সাখাওয়াত ইলাহী শিবলী প্রমুখ।


সভায় এবছরের বেষ্ট ক্লাব এডওয়ার্ড পেয়েছেন চাটগাঁবাসী হাবিলদার রজব আলী ক্লাব।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন